ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন।
  • অনলাইন ডেস্ক | ০২ এপ্রিল, ২০২৫
ইসরায়েলের হামলায় গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ফাইল ছবি

ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। ফলে গত ছয় মাসে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৪০০ জনে পৌঁছেছে। মঙ্গলবার (১ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।


গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহে তারা আবার হামলা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।


গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মামলার মুখোমুখি হয়েছে।


thebgbd.com/NIT