ঢাকা | বঙ্গাব্দ

পরিবারের জন্য যেভাবে দোয়া করবেন

পরিবার হলো জীবনযাত্রার কেন্দ্রবিন্দু, তাই তাদের কল্যাণ, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
পরিবারের জন্য যেভাবে দোয়া করবেন ফাইল ছবি

পরিবার-পরিজনের জন্য দোয়া করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কোরআন ও হাদিসে পরিবার ও আত্মীয়স্বজনের জন্য দোয়া করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। পরিবার হলো জীবনযাত্রার কেন্দ্রবিন্দু, তাই তাদের কল্যাণ, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত।  


দোয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা। আল্লাহ তায়ালা সেই দোয়া কবুল করেন, যা একাগ্রচিত্তে করা হয়। নামাজের পর, তাহাজ্জুদে, সিজদায় এবং বিশেষ বরকতময় সময়গুলোতে পরিবারের জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি।  


কোরআনে এমন অনেক দোয়া রয়েছে, যা পরিবারের জন্য করা যায়। যেমন, "রাব্বানাঘফিরলি, ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।" (সুরা ইবরাহিম: ৪১) – অর্থ: “হে আমাদের রব! আমাকে, আমার বাবা-মাকে এবং সকল মুমিনকে ক্ষমা করুন, সেই দিনে যখন হিসাব নেওয়া হবে।” এই দোয়ায় বাবা-মা এবং সমগ্র মুমিন সমাজের জন্য কল্যাণ প্রার্থনা করা হয়েছে।  


সন্তানদের হেদায়েত, সুস্বাস্থ্য ও উন্নতির জন্য দোয়া করা যেতে পারে: “রাব্বি হাবলি মিনাস সালিহীন” (সুরা আস-সাফফাত: ১০০) – অর্থ: “হে আমার রব! আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন।” এছাড়া, সন্তানদের বিপদ থেকে রক্ষা ও চরিত্র গঠনের জন্য "রাব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়া মিন জুররিয়াতি" (সুরা ইবরাহিম: ৪০) পড়া যেতে পারে।  


স্বামী-স্ত্রীর সম্পর্ক সুন্দর ও বরকতময় করতে দোয়া করা যেতে পারে:"রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ’ইউনিন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।" (সুরা আল-ফুরকান: ৭৪) – অর্থ: “হে আমাদের রব! আমাদের জন্য আমাদের স্ত্রী ও সন্তানদের চোখের প্রশান্তি করো এবং আমাদের পরহেজগারদের নেতা বানাও।”


পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, রিজিকের বরকত ও বিপদ-আপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে সাধারণ ভাষাতেও দোয়া করা যায়। যেমন, “হে আল্লাহ, আমার পরিবারকে সুস্থ রাখুন, হালাল রিজিক দিন, বিপদ থেকে রক্ষা করুন, আমাদের পারস্পরিক সম্পর্ক মজবুত করুন এবং আমাদের ঈমানের ওপর দৃঢ় রাখুন।”


দোয়া করার সময় কেবল নিজের জন্য নয়, সমগ্র পরিবারের জন্য চাওয়া উচিত। কারণ, একজন মুমিনের দোয়া অন্য মুমিনের জন্য করলে তা আরও বেশি কবুল হয়। পরিবারের জন্য নিয়মিত দোয়া করলে সম্পর্কও দৃঢ় হয় এবং আল্লাহর রহমত বর্ষিত হয়।


thebgbd.com/NIT