হজ মৌসুম ঘিরে সৌদি আরব ১৪টি দেশের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। কূটনৈতিক সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। ভিসা নিষেধাজ্ঞা চলবে জুনের মাঝামাঝি পর্যন্ত।
ভিসা নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশসমূহ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
কারণ:
অবৈধভাবে হজ পালনের প্রবণতা
ভিসা ভেঙে অবৈধ শ্রমে যুক্ত হওয়া
অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা হুমকি
যারা নিয়ম ভেঙে সৌদি আরবে অবস্থান করবেন, তাদের ভবিষ্যতে পাঁচ বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৬টি ভাষায় একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে, যা পিডিএফ ও অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এটি হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে হজ পালনে সহায়তা করবে।
thebgbd.com/NIT