গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
সোমবার (৭ এপ্রিল) গুলশানের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, শিক্ষার্থীদের বিক্ষোভ কেন্দ্রীয় গণআন্দোলনে রূপ নিতে পারে এবং এর ফলে যানজট ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য দূতাবাসে বিকেলের জনসেবা সীমিত রাখা হয়েছে।
বিবৃতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং সবসময় চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখারও আহ্বান জানানো হয়।
thebgbd.com/NIT