ঢাকা | বঙ্গাব্দ

বগুড়া থেকে অপহৃত স্কুলছাত্রী নাটোর থেকে উদ্ধার

বগুড়ার কাহালু থেকে অপহৃত ৮ম শ্রেণির ছাত্রীকে নাটোর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এসময় সোহান নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
  • | ১৫ মে, ২০২৪
বগুড়া থেকে অপহৃত স্কুলছাত্রী নাটোর থেকে উদ্ধার ফাইল ছবি

বগুড়ার কাহালু থেকে অপহৃত ৮ম শ্রেণির ছাত্রীকে নাটোর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এসময় সোহান নামে এক যুবককে গ্রেফতার করা হয়।


মঙ্গলবার (১৫ মে) রাতে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।


গ্রেফতার সোহান তেগাছি এলাকার কালামের ছেলে।


র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার কাহালু এলাকা থেকে এক মাস আগে নাটোরের তেগাছি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। সোহান তাকে উত্ত্যক্ত করায় তারা বগুড়া ফিরে যায়। গত ৯ মে স্কুল ছাত্রী নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সোহানসহ তার সহযোগীরা বিবিরপুকুর বাজার থেকে তাকে অপহরণ করে।


এ ঘটনায় ওইদিন ওই স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে কাহালু থানায় সোহান সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার রাতে সোহানকে গ্রেফতার ও স্কুল ছাত্রীকে উদ্ধার করে।


র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর হাসান মাহমুদ বলেন, গ্রেফতার সোহান ও স্কুল ছাত্রীকে মঙ্গলবার রাতেই বগুড়ার কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।