ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ১৯

মঙ্গলবার রাতে এবং ভোরে এই হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
  • অনলাইন ডেস্ক | ০৮ এপ্রিল, ২০২৫
গাজায় নিহত আরও ১৯ বিধ্বস্ত গাজা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে রাতভর ইসরাইলি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছেন। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, মঙ্গলবার রাতে এবং ভোরে ইসরায়েলি হামলায় ‘বেশ কয়েকজন শিশুসহ ১৯ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন’।


সূত্র: এএফপি


এসজেড