ঢাকা | বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে ৪ আসামি, ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ এপ্রিল, ২০২৫
আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে ৪ আসামি, ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ ছবি : সংগৃহীত

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়।


বুধবার (৯ এপ্রিল) প্রসিকিউশন আরও জানায়, এই মামলায় আটক ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত শেষ করার জন্য আরও ২ মাস সময় প্রদান করেছে।


মামলার প্রসিকিউটর জানান, আবু সাঈদের হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ২৬ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রাথমিক প্রমাণ মিলেছে, যা পরবর্তী তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে।



thebgbd.com/NA