ঢাকা | বঙ্গাব্দ

তিনটি সম্ভাব্য ভোটিং পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন তিনটি সম্ভাব্য ভোটিং পদ্ধতি নিয়ে কাজ করছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ এপ্রিল, ২০২৫
তিনটি সম্ভাব্য ভোটিং পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন তিনটি সম্ভাব্য ভোটিং পদ্ধতি নিয়ে কাজ করছে। কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সম্প্রতি এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ভোটিং ব্যবস্থা চালু করার জন্য পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এই তিনটি পদ্ধতির মধ্যে থেকে একটি নির্বাচন করা হবে। তবে কমিশন একক কোনো পদ্ধতির বদলে মিশ্র পদ্ধতি গ্রহণের সম্ভাবনাও বিবেচনা করছে।


প্রবাসীদের ভোটিং প্রক্রিয়া শুরুর জন্য প্রথমে তাদের নিজ নিজ অবস্থানরত দেশে রেজিস্ট্রেশন করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা এই সুবিধার আওতায় পড়বেন না। নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রতিটি পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে "মব টেস্টিং" শুরু করেছে এবং একটি এডভাইজরি পরিষদ গঠন করা হবে, যারা প্রতিটি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করবে।


কমিশনার সানাউল্লাহ স্পষ্টভাবে বলেছেন, "আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসী ভোটিং ব্যবস্থা চালু করা, এবং ধীরে ধীরে এটি পরিপক্ব হবে। তবে আমরা এমন কোন ঝুঁকিপূর্ণ পদ্ধতি চালু করব না, যা প্রক্রিয়াটির প্রথমেই ব্যর্থতার মুখে পড়বে। প্রতিটি পদক্ষেপই আমরা গভীরভাবে বিবেচনা করব।"


এডভাইজরি পরিষদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে প্রায় ১.২ কোটি প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হবে বলে বিশ্লেষকরা আশা করছেন।


Thebgbd.com/NA