ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

দীর্ঘ ৩০ বছরের বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ এপ্রিল, ২০২৫
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩০ বছরের বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন।


শুক্রাবার (১১ এপ্রিল) দুপুরের দিকে জামায়াত ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন তিনি। 


জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগদান করায়  মো. আলী হোসেনকে উপজেলা বিএনপির থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।


জানা গেছে, গত শুক্রবার দুপুরে জামায়াত ইসলামীর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে ফরম পূরণ করে দলে যোগদান করেন আলী হোসেন। এ সময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


বিএনপি নেতা আলী হোসেন দীর্ঘদিন থেকে ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। সর্বশেষ বিএনপির চলমান উপজেলা কমিটির ৪নং সহ-সভাপতির দায়িত্ব ছিলেন। তিনি উপজেলার গোয়ালেরচর এলাকার মোজাহার আলীর ছেলে।


এ বিষয়ে জামায়াত ইসলামীতে সদ্য যোগদানকৃত আলী হোসেন বলেন, জামায়াতে ইসলামীর নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি। আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি, আর বিএনপির প্রতি কোনো অভিযোগ নেই। তবে বিএনপি থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের নোটিশ তিনি পাইনি। বাকি জীবন জামায়াত ইসলামীর রাজনীতির সাথে থাকব। 


thebgbd.com/NA