ঢাকা | বঙ্গাব্দ

প্রতিকৃতি পোড়ানো ব্যক্তিকে ধরা সময়ের ব্যাপার: সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব্যক্তিকে সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ এপ্রিল, ২০২৫
প্রতিকৃতি পোড়ানো ব্যক্তিকে ধরা সময়ের ব্যাপার: সংস্কৃতি উপদেষ্টা ছবি : সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব্যক্তিকে সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে। তাকে ধরা এখন সময়ের ব্যাপার।


রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব বলেন। এসময় উপদেষ্টা ফারুকী আরও বলেন, সকলকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানাই।


উপদেষ্টা বলেন, আগামী বছর দেশজুড়ে ঈদ উৎসব, বড় দিন, নববর্ষ পালন করা হবে। বিগত বছরের থেকে এবারের চৈত্র সংক্রান্তি উৎসব ভালো হচ্ছে।


বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে আবারও গড়ে তোলা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। আগুনে ভস্মীভূত হওয়া এই প্রতিকৃতি এবার শিল্পীদের দৃঢ় সংকল্প আর প্রতিরোধের প্রতীক হয়ে ফিরে আসছে।


সরেজমিনে চারুকলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিকৃতি তৈরির কাজে। ককশিট ও অন্যান্য হালকা উপকরণে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। পুরো প্রাঙ্গণজুড়ে যেন একটা লড়াকু মনোভাব—শুধু শিল্প নয়, প্রতিবাদের ভাষাও।



Thebgbd.com/NA