ঢাকা | বঙ্গাব্দ

রোমে মেলোনি-ভ্যান্স বৈঠক

ক্যাথলিক মতবাদে ধর্মান্তরিত ভ্যান্স রোম সফরের সময় গুড ফ্রাইডেতে ভ্যাটিকানও পরিদর্শন করবেন।
  • অনলাইন ডেস্ক | ১৪ এপ্রিল, ২০২৫
রোমে মেলোনি-ভ্যান্স বৈঠক জর্জিয়া মেলোনি

আগামী ১৮ এপ্রিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে রোমে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর একদিন আগেই মেলোনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে রোববার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। ইতালির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রোম থেকে এএফপি জানায়, ক্যাথলিক মতবাদে ধর্মান্তরিত ভ্যান্স রোম সফরের সময় গুড ফ্রাইডেতে ভ্যাটিকানও পরিদর্শন করবেন। খ্রিস্টধর্মে ইস্টার সানডে বা পুনরুত্থান দিবসের আগে এই দিনটি গুরুত্বপূর্ণ ধর্মীয় মর্যাদা বহন করে।


মেলোনি ও ভ্যান্সের এই বৈঠক এমন সময় হতে যাচ্ছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। যদিও সাময়িকভাবে এসব শুল্ক স্থগিত রাখা হয়েছে, তবু এর প্রভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্রদেশগুলো। ‘ব্রাদার্স অব ইতালি’ নামের পোস্ট-ফ্যাসিস্ট দলের প্রধান মেলোনি মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ট্রাম্প ও ভ্যান্স—উভয়ের সঙ্গেই সাক্ষাৎ করতে চলেছেন।


তিন সপ্তাহ আগে মেলোনির প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী লিগ পার্টির নেতা এবং উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি ট্রাম্পের ডেপুটির সঙ্গে ফোনে কথা বলেন। এর ঠিক এক সপ্তাহ পর ইউরোপের বাকস্বাধীনতা ও গণতন্ত্রের অবনতি নিয়ে ভ্যান্সের সমালোচনার সঙ্গে সহমত প্রকাশ করেন মেলোনি। এ প্রসঙ্গে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি রোববার কোরিয়েরে দেল্লা সেরা পত্রিকাকে বলেন, ‘ট্রান্সআটলান্টিক সম্পর্ক আমাদের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার।’


সূত্র: এএফপি


এসজেড