ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই ঘোষণা দেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে সংগঠনটি সচিবালয় অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছে।  


রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের সহযোগীরা প্রশাসনে জায়গা করে নিয়েছে, তারাই এখন সরকার পরিচালনা করছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, সেই সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরাই নেবেন।’  


সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ চার দফা দাবি উপস্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানকে সমর্থন করা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়।  


দাবি বাস্তবায়নের জন্য সংগঠনটি ৬ ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।


thebgbd.com/NA