অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
পরিচালক কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।”
অমি আরও জানান, "ব্যাচেলর পয়েন্ট"-এ কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন গুলশান আরা আহমেদ। তিনি বলেন, “আপনাকে আমরা ভীষণভাবে মিস করবো, আপা। আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমিন।”
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে পথচলা শুরু করেন গুলশান আরা। তবে তার স্বপ্ন ছিল রূপালী পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই ভালোবাসা থেকেই তিনি প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।
তার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে দেশের অভিনয় অঙ্গনে।
thebgbd.com/NA