রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উভয় পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। তবে এখন পর্যন্ত সংঘর্ষের প্রকৃত কারণ জানা যায়নি।
জানা গেছে, সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই ধরনের সংঘর্ষে জড়িয়েছিল এই দুই কলেজের শিক্ষার্থীরা। ২০ ফেব্রুয়ারির সেই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এর আগে ৫ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ শুরু হয়। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ৯ ফেব্রুয়ারি পুনরায় সংঘর্ষ বাঁধে। ওইদিন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলকের ‘সিটি’ অংশ খুলে ফেললে উত্তেজনা চরমে পৌঁছায়।
একাধিকবার এ ধরনের সংঘর্ষে সাধারণ মানুষ এবং পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
thebgbd.com/NA