ঢাকা | বঙ্গাব্দ

ইউনের দপ্তরে পুলিশের অভিযান

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে এ তল্লাশি চালানো হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ এপ্রিল, ২০২৫
ইউনের দপ্তরে পুলিশের অভিযান পুলিশি অভিযান।

দক্ষিণ কোরিয়ার পুলিশ বুধবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের দপ্তর ও তার নিরাপত্তা কমপাউন্ডে অভিযান চালিয়েছে। অভিশংসিত এই নেতার বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।


সিউল থেকে এএফপি জানায়, দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার তারা ‘প্রেসিডেন্সিয়াল অফিস এবং প্রেসিডেন্সিয়াল রেসিডেন্স কমপাউন্ডে তল্লাশি ও জব্দ পরোয়ানা কার্যকর করা শুরু করেছে।’ তদন্ত কর্মকর্তারা ইউনের দপ্তর এবং তার প্রধান নিরাপত্তা কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে এনক্রিপ্টেড ফোন সার্ভার জব্দ করে। পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে এ তল্লাশি চালানো হয়েছে।


চলতি বছরের জানুয়ারিতে ইউন প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিসের অনুগত সদস্যদের দ্বারা সুরক্ষিত অবস্থায় তার কমপাউন্ডে আশ্রয় নেন। তার নিরাপত্তারক্ষীরা বাসভবনের চারপাশে কাঁটাতারের বেড়া ও ব্যারিকেড স্থাপন করায় শত শত পুলিশ ও তদন্তকারীকে মই ব্যবহার করে প্রধান ভবনে প্রবেশ করতে হয়। 


তখন ইউনের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ আনা হয়, এবং পুলিশ এ সপ্তাহে জানায় ‘নীতিগতভাবে’ একটি পূর্ণ তদন্ত অপরিহার্য। পুলিশ আরও জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনের বিরুদ্ধে আলাদা একটি তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট কার্যালয়ের সিসিটিভি ফুটেজও জব্দ করা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড