ঢাকার পল্লবীতে এক বাইক সার্ভিসিং সেন্টারে চার বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কমপ্রেসার মেশিনের সাহায্যে শিশুটির পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
জানা গেছে, নিহত শিশুর নাম আবু বক্কর সিদ্দিক। সে ‘ফুলকলি-৭’ নামের একটি এনজিও স্কুলে শিশু শ্রেণিতে পড়তো। শিশুটির বাবা বাসচালক এবং মা একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। অভ্যন্তরীণ পারিবারিক দ্বন্দ্বের কারণে তারা আলাদা থাকতেন এবং শিশুটি মায়ের সঙ্গে বাউনিয়াবাদ এলাকায় বসবাস করতো।
প্রায় এক বছর আগে শিশুটির বড় ভাই (১২) ‘আলহামদুলিল্লাহ বাইক সার্ভিস সেন্টার’ নামে একটি গ্যারেজে কাজ শুরু করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গ্যারেজে যায়। বড় ভাই তখন দোকানে না থাকায়, শিশুটিকে পেয়ে দোকানের মালিক মো. সুজন খান (৩৬) ও ১২ বছর বয়সী এক কর্মচারী পায়ুপথে কমপ্রেশারের হাওয়া ঢুকিয়ে দেয়।
জানা গেছে, ওই ঘটনার সময় শিশুটি কান্না ও চিৎকার করলেও কেউ থামায়নি। এক পর্যায়ে তার পেট ফেটে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় সে।
এ ঘটনায় শিশুটির মা পল্লবী থানায় অজ্ঞাত একজনসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, রাজু (২০), মো. সুজন খান (৩৬) এবং একজন কিশোর, যার নাম তার বয়সের কারণে প্রকাশ করা হয়নি।
পল্লবী থানার ওসি জানান, শিশুটির মৃত্যুর কারণ হিসেবে পায়ুপথে জোরপূর্বক বাতাস ঢোকানো নিশ্চিত হওয়া গেছে। কিশোর আসামিকে সমাজসেবা কর্মকর্তাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্যারেজে কোনো সিসি ক্যামেরা না থাকলেও পাশের একটি দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
thebgbd.com/NA