ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবার ওটিটিতে তাহসান-মিথিলা

সংগীত, সিনেমা, শো সঞ্চালনা আর ছোটপর্দায় সফলভাবে পথ পাড়ি দিয়ে এবার তাহসান খানের অভিষেক হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
  • | ০৩ জুন, ২০২৪
প্রথমবার ওটিটিতে তাহসান-মিথিলা ওটিটিতে প্রথমবার তাহসান-মিথিলা

শোবিজ অঙ্গনে জনপ্রিয় তারকা তাহসান খান। সংগীত, সিনেমা, শো সঞ্চালনা আর ছোটপর্দায় সফলভাবে পথ পাড়ি দিয়ে এবার তার অভিষেক হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। তার সঙ্গে থাকছেন সাবেক স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।


ওয়েব সিরিজিটি নাম ‘বাজি’। এটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। শিগগিরই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে সিরিজটি। এমনটা জানিয়েছেন চরকির সিইও রেদওয়ান রনি।


এ সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসান খানকে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা জানা যায়নি। তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।


সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।