ঢাকা | বঙ্গাব্দ

‘চুলও বাঁকা করতে পারবা না’ বলা সেই যুবক রিমান্ডে

ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া যুবক আশরাফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ এপ্রিল, ২০২৫
‘চুলও বাঁকা করতে পারবা না’ বলা সেই যুবক রিমান্ডে ছবি : সংগৃহীত।

ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া যুবক আশরাফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।


শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করছেন বলে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে থাকা প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’


ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’


মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রভাব পড়ে। পরে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। পরবর্তী সময়ে আশরাফুলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।


thebgbd.com/NA