বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং অ্যান্ড্রু আর হেরাপ বৃহস্পতিবার ঢাকায় কূটনৈতিক ব্যস্ততা পূর্ণ এক দিন পার করেছেন। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান তারা।
ধারণা করা হচ্ছে, সফরের এই পর্যায়ে নিকোল চুলিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাঠামো, নির্বাচন কমিশন সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের আলোচনায় রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পায়।
এর আগে সফরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিরা ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তাঁরা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক নীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত গড়ে ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার নিয়ে আন্তর্জাতিক পরিসরে বেশ আলোচনা চলছে। মার্কিন প্রতিনিধিদের সফরকে তাই কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
thebgbd.com/NIT