ফিলিস্তিনের পশ্চিমতীর ও জর্ডানের মধ্যে সীমান্ত ক্রসিংয়ে রোববার (৮ সেপ্টেম্বর) এক বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ওই বন্দুকধারী জর্ডানের দিক থেকে কিং হোসেন ব্রিজের কাছে (যা অ্যালেনবি ব্রিজ ক্রসিং নামেও পরিচিত) ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর চৌকিতে এলোপাতাড়ি গুলি চালায়। খবর আরব নিউজের।
এতে ঘটনাস্থলেই ৩ ইসরায়েলি প্রাণ হারায়। এ সময় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) পাল্টা গুলিতে নিহত হন ওই বন্দুকধারীও। তবে তার পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল। আইডিএফের দাবি, হামলাকারীর গুলিতে নিহত তিনজনই ইসরায়েলি বেসামরিক নাগরিক। অ্যালেনবি ক্রসিংটি মূলত ইসরায়েলি, ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক পর্যটকরা ব্যবহার করেন।