ঢাকা | বঙ্গাব্দ

গাজায় হামলা, নিহত ১০

খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা এলাকায় বারাকা পরিবার এবং পার্শ্ববর্তী বাড়িগুলোর ওপরে হামলা চালানো হয়।
  • অনলাইন ডেস্ক | ১৮ এপ্রিল, ২০২৫
গাজায় হামলা, নিহত ১০ হামলার পর তোলা ছবি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নগরী খান ইউনিসের কাছে রাতের বেলায় ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।


মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রামে বলেছেন, ‘আমাদের কর্মীরা খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে থাকা বারাকা পরিবারের বাড়ি ও পার্শ্ববর্তী বাড়িগুলো থেকে ১০ জন শহীদের মৃতদেহ এবং বিপুল সংখ্যক আহতকে উদ্ধার করেছে।’


সূত্র: এএফপি


এসজেড