সিরিয়ায় উত্তেজনা কমাতে এবং একটি রাজনৈতিক প্রক্রিয়ার পথ প্রশস্ত করার জন্য ৩ প্রভাবশালী রাষ্ট্র তুরস্ক, রাশিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার নিউইয়র্কে বৈঠক করেছেন। হাকান ফিদান, সের্গেই ল্যাভরভ এবং আব্বাস আরাঘচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন। খবর আনাদোলুর।
মন্ত্রীরা সিরিয়ার নিরাপত্তা, রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং লেবাননে ইসরায়েলের হামলা যাতে বন্ধ হয় সেজন্য সংযমের আহ্বান জানান। বৈঠকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশসহ সিরিয়ায় শান্তি বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলির তৎপরতা প্রতিরোধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ার পুনরুজ্জীবনের জন্য তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে- ফিদান সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আস্তানায় অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ওপর জোর দেন। বৈঠকে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের হুমকি এবং সিরিয়ায় দায়েশ/আইএসআইএস তাদের হামলা বাড়াচ্ছে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। ফিদান জোর দিয়ে বলেন, সিরিয়ায় সংঘাত সমাধানে জাতিসংঘের নেতৃস্থানীয় ভূমিকা পালন করা উচিত।