ঢাকা | বঙ্গাব্দ

ব্লিঙ্কেনের সফরই বলে দিচ্ছে বেকায়দায় ইউক্রেন: রাশিয়া

  • | ১৫ মে, ২০২৪
ব্লিঙ্কেনের সফরই বলে দিচ্ছে বেকায়দায় ইউক্রেন: রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইউক্রেন সফর নিয়ে রাশিয়া কটাক্ষ করে বলেছে, ব্লিঙ্কেনের আকস্মিক সফরই বলে দিচ্ছে যুদ্ধক্ষেত্রে চরম বিপাকে আছে ইউক্রেন।

মঙ্গলবার (১৪ মে) এক ঝটিকা সফরে দুদিনের (১৪-১৫ মে) জন্য ইউক্রেনে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে ব্যঙ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

বাইডেনের বিশেষ বার্তা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে জরুরি করতে বৈঠক কিয়েভ সফর করেন ব্লিঙ্কেন।

ব্লিঙ্কেন এমন সময় কিয়েভ সফর করছেন, যখন খারকিভে রাশিয়ার সেনাবাহিনীর হাতে প্রচণ্ড মার খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।

রুশ হামলায় কোনঠাসা হয়ে পড়া ইউক্রেনকে ভরসা দিতেই মূলত কিয়েভ গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তাস আরো জানিয়েছে, ইউক্রেনকে আরো সামরিক ও আর্থিক সহায়তার বাইডেন প্রশাসনের বার্তা নিয়েই কিয়েভ গেছেন ব্লিঙ্কেন।

ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মর্তাদের সঙ্গে বৈঠকের পর এক জরুরি সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেনকে মার্কিন সমর্থনের কথা জানাতেই কিয়েভ এসেছি।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরো শক্তিশালী ভূমিকা রাখতে ইউক্রেনকে আরো বেশি সামরিক ও আর্থিক সহায়তা করা হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে নতুন করে ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহয়তা দেয়ার ঘোষণা দেন।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০.৬ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন।

এদিকে, রাশিয়ার বিমান হামলা মোকাবিলার জন্য ব্লিঙ্কেনের কাছে জরুরি ভিত্তিতে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- পেট্রিয়ট চেয়েছেন জেলেনস্কি।