ঢাকা | বঙ্গাব্দ

চীনের ৬টি উপগ্রহ উৎক্ষেপণ

চীনের মহাকাশ স্টেশন কক্ষপথে কাজ করে, যা আন্তর্জাতিক সহযোগিতার জন্যও তৈরি।
  • অনলাইন ডেস্ক | ১৯ এপ্রিল, ২০২৫
চীনের ৬টি উপগ্রহ উৎক্ষেপণ উপগ্রহ উৎক্ষেপণের আগের ছবি।

চীন সফলভাবে ছয়টি শিয়ান-২৭ উপগ্রহ সূর্য-সমকালীন কক্ষপথে উৎক্ষেপণ করেছে। চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশন (সিএএসসি) শনিবার একথা জানিয়েছে। সংস্থাটির ওয়েটচেট পৃষ্ঠায় দেওয়া বিবৃতি অনুসারে, ১৮ এপ্রিল বেইজিং সময় সকাল ৬টা ৫১ মিনিটে তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সিজেড-৬এ ক্যারিয়ার রকেট ব্যবহার করে এসব উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। বেইজিং থেকে এএফপি আজ এই খবর জানায়।


সিএএসসি উল্লেখ করেছে, উৎক্ষেপিত মহাকাশযানটি মূলত মহাকাশ পরিবেশ অধ্যয়ন এবং প্রাসঙ্গিক প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার জন্য ব্যবহৃত হবে। বেইজিং সক্রিয়ভাবে জাতীয় মহাকাশ কর্মসূচির উন্নয়ন করছে। যেমন--আবহাওয়া, টেলিযোগাযোগ এবং নেভিগেশন উপগ্রহের পাশাপাশি চন্দ্র অনুসন্ধানের জন্য প্রযুক্তি ও তৈরি করছে। সরকারি সহায়তায়, চীনা বিশেষজ্ঞরা গ্রহাণু এবং মঙ্গল  গ্রহের খোঁজে প্রকল্প বাস্তবায়ন করছেন। চীনের মহাকাশ স্টেশন কক্ষপথে কাজ করে, যা আন্তর্জাতিক সহযোগিতার জন্যও তৈরি। ২০২৫ সালে, চীন ৬৮টি উৎক্ষেপণ করবে।


সূত্র: এএফপি


এসজেড