লা লিগার শেষ পর্বে এসে প্রতিটি ম্যাচই বার্সেলোনার জন্য যেন একেকটি ফাইনাল। রিয়াল মাদ্রিদের সঙ্গে মাত্র ৪ পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকা দলটি শনিবার রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে এক নাটকীয় ম্যাচে ৪-৩ গোলের জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।
ম্যাচে এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে মাত্র ৬ মিনিটের ব্যবধানে ২ গোল করে সমতায় ফেরে বার্সা, আর যোগ করা সময়ে রাফিনিয়ার পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে দলটি। রাফিনিয়া এদিন জোড়া গোল করেন, অপর দুই গোল আসে ফেরান তোরেস ও দানি অলমোর পা থেকে।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল বার্সা। ১২ মিনিটে ইনিয়েগো মার্তিনেজের অ্যাসিস্ট থেকে ফেরান তোরেস গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরই প্রতি-আক্রমণে ইগলেসিয়াস গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর গোলরক্ষক ভয়েচেক সেজনির দারুণ ‘ডাবল সেইভ’ বাঁচিয়ে দেয় বার্সাকে।
বিরতির পর ৫০ মিনিটে সুযোগ মিস করলেও, ৫৫ মিনিটে ডি ইয়ংয়ের ভুলে পাওয়া বল থেকে ইগলেসিয়াস নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৬২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচে ৩-১ ব্যবধান গড়ে দেন তিনি।
কিন্তু ৬৪ মিনিটে দানি অলমোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সা। এরপর ৬৮ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে গোল করে রাফিনিয়া সমতা ফেরান। শেষ মুহূর্তে দানি অলমো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা, যা থেকে নিজের দ্বিতীয় গোল করে জয়সূচক স্কোরলাইন নিশ্চিত করেন রাফিনিয়া।
এই জয়ে ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট হলো ৭৩। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। রিয়াল যদি আগামী ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে হারায়, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬৯—ফলে শিরোপার লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে থাকবে।
বার্সেলোনার জন্য এই জয় শুধু পয়েন্টের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার দিক থেকেও বড় প্রাপ্তি। লামিনে ইয়ামালকে বেঞ্চে রেখে মাঠে নামলেও, তার উপস্থিতি ম্যাচে গতি ফেরায় এবং রেমন্টাদার পথ প্রশস্ত করে।
thebgbd.com/NIT