তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এ ঘটনা ঘটে।
জাহিদুল ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামের কুয়েতপ্রবাসী জসিম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সামনে দুই নারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ হাসাহাসিকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে একদল যুবক তাকে ছুরিকাঘাত করে।
সন্তানের মৃত্যুর খবর পেয়ে শনিবার রাতেই দেশে ফেরেন জাহিদুলের বাবা জসিম উদ্দিন। রোববার (২০ এপ্রিল) সকালে গ্রামের বাড়িতে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলে হারানোর বেদনায় ভেঙে পড়েছেন মা পারভীন আক্তারও।
মা পারভীন আহাজারি করে বলেন, “কের লাইগ্যা আমার পুতেরে মারল হেরা? আমার স্বর্ণের পুতেরে হেরার মাইরালাইলো।” বাবা জসিম উদ্দিন বলেন, “সন্তানের জন্য জীবন কাটাইলাম, আজ সব শেষ। আমার সন্তান যদি না থাকে, আমি বাঁচি কী কইরা?”
তিনি আরও বলেন, “যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। যাতে আর কোনো বাবাকে সন্তান হারাতে না হয়।”
রোববার পারভেজের ভাই হুমায়ুন কবির বনানী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে আসামি করা হয়েছে।
thebgbd.com/NA