ইরানে গত মার্চে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যেসব আসনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পায়নি, ওইসব আসনে শুক্রবার (১০ মে) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি শুক্রবার সকালে দ্বাদশ সংসদের দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিয়েছেন। এই দফায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। খবর ইরনার।
এ সময় খামেনি বলেন, ভোট যত বেশি পড়বে, সংসদ তত শক্তিশালী হবে। দেশের জন্য কাজ করার সুযোগ তত বাড়বে।
ইরানের দ্বাদশ সংসদের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার সকাল ৮টায় শুরু হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে সংসদের ৪৫টি আসনের প্রতিনিধি চূড়ান্ত হবে।
১৫টি প্রদেশের ৪৫টি আসনের জন্য ৯০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইরানের সংসদে ২৯০টি আসন রয়েছে। প্রথম দফার নির্বাচনে অন্য আসনগুলোর ভাগ্য নির্ধারণ হয়েছে। কিন্তু ৪৫টি আসনের কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের ৫০ শতাংশ না পাওয়ায় সেই আসনগুলোর জন্য দ্বিতীয় দফার ভোটের আয়োজন কর হয়।
ইরানের সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কয়েকটি আসন রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংবিধানের ৬৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে জরাথুস্ট্র, ইহুদি এবং অ্যাসিরিয়ান ও ক্যালডিয়ান খ্রিস্টানদের পাশাপাশি দক্ষিণ ও উত্তরের আর্মেনিয়ান খ্রিস্টানদের জন্য সংসদে সংরক্ষিত আসন রয়েছে।