জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে সংগঠিত গণহত্যার ঘটনার তদন্ত শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন।
সোমবার (২১ এপ্রিল ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকের বিষয়টি জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘ছয়টা ডেথ সার্টিফিকেট ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আরও অন্যান্য বস্তু... অর্থ্যাৎ মামলা সাক্ষ্যপ্রমাণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। মোটা দাগে আজকে জাতির কাছে ম্যাসেজ হচ্ছে- ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথমবার প্রথম কোনো মামলার হিসেবে চানখারপুলের (জুলাই গণহত্যা) ছয়জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত, সেটি সম্পন্ন করেছেন।’
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত রিপোর্ট ২০ এপ্রিল দাখিল করেছেন। আজকে আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়েছি। তারা এটা চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে- চিপ প্রসিকিউটর অফিস আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবেন। আমাদের কয়েক দিন সময় লাগবে। এরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে।’
thebgbd.com/NIT