ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে শাজাহান খান, ‘নির্বাচন অবশ্যই করবো, কেন করবো না’

আদালতে তোলার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, “নির্বাচন অবশ্যই করবো।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল, ২০২৫
নির্বাচন নিয়ে শাজাহান খান, ‘নির্বাচন অবশ্যই করবো, কেন করবো না’ ছবি : সংগৃহীত।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আলোচিত শাহবাগ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আজ (২১ এপ্রিল) আদালতে হাজির হন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। শুনানি শেষে আদালত তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।


আদালতে তোলার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, “নির্বাচন অবশ্যই করবো। নির্বাচন কেন করবো না।” এই মন্তব্যের মধ্য দিয়ে ফের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন তিনি, যদিও বর্তমানে তিনি শাহবাগে জুট ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় মামলার আসামি হিসেবে বিচারাধীন।


শুনানি শেষে আদালত কক্ষ থেকে বেরিয়ে হাজতখানায় নেওয়ার সময় শাজাহান খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও।”


এদিকে রোববার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কেও মুখ খোলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি সত্য বলেছি। যা ঘটেছে, তাই বলেছি।”


ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় নিহতের স্ত্রী ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।


উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাতের আঁধারে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, পরে একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।


নির্বাচনের ঘোষণা ও মামলার পটভূমি একসাথে চলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সাবেক এই প্রভাবশালী নেতাকে ঘিরে।



thebgbd.com/NA