বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা যাচ্ছেন কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম ছারওয়ার নির্জনের বাড়িতে।
তারেক রহমানের পক্ষ থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই বুধবার টাঙ্গাইল পৌর শহরের বাড়িতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক এ কর্মকর্তারা।
তানজিমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা এলাকায়। তার পিতার নাম ছারওয়ার জাহান দেলোয়ার।
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা মো. তানজিম ছারওয়ার নির্জন নিহত হন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
তানজিম পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘ মেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।