ঢাকা | বঙ্গাব্দ

প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা, জানা গেছে গ্রেপ্তার ৩ জনের নাম-পরিচয়

রাজধানীর বনানীর প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল, ২০২৫
প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা, জানা গেছে গ্রেপ্তার ৩ জনের নাম-পরিচয় ছবি : সংগৃহীত।

রাজধানীর বনানীর প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গতকাল রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। তারা কেউই এজাহারনামীয় আসামি নন, তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।


বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, এই তিনজন ঘটনার প্রত্যক্ষদর্শী ও সম্পৃক্ত বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে মহাখালীর ওয়ারলেস গেটসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা এজাহারভুক্ত আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কেও জানে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।


জানা গেছে, আল কামাল শেখ থাকেন বিটিসিএল কলোনিতে, তার গ্রামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার বিলদুড়িয়ার শেখপাড়ায়। আলভী হোসেন জুনায়েদ বনানী মসজিদ গলির বাসিন্দা, তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। আল আমিন সানি থাকেন মহাখালী ওয়ারলেস গেট এলাকায় এবং তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে।


প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলার শিকার হন এবং ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। পরদিন রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।


মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস, মো. মাহাথির হাসান, সোবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম। হত্যাকাণ্ডের তদন্তে গতি আনতে পুলিশ ইতোমধ্যেই সিসিটিভি বিশ্লেষণ, গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।



thebgbd.com/NA