ঢাকা | বঙ্গাব্দ

চিলিতে বিদ্যুৎ কেন্দ্রে হামলা

কর্মস্থলে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, বন্দুকধারী হামলাকারীরা এসে তাদের হুমকি দেয়।
  • অনলাইন ডেস্ক | ২১ এপ্রিল, ২০২৫
চিলিতে বিদ্যুৎ কেন্দ্রে হামলা নির্মাণাধীন পানিবিদ্যুৎ কেন্দ্র।

পুলিশ জানিয়েছে, রোববার চিলিতে নির্মাণাধীন চীনা মালিকানাধীন একটি পানিবিদ্যুৎ কেন্দ্রে বন্দুকধারীরা হামলা চালায়। বন্দুকধারী হামলাকারীরা কয়েক ডজন ট্রাক এবং ভারী মাটি কাটার যন্ত্র পুড়িয়ে দেয়। হামলায় দুইজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। সান্টিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


চায়না ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যান্ড ইলেকট্রিক কর্পোরেশন (সিডব্লিউই) এর একটি ইউনিট রুকালহু এনার্জিয়া স্পা কর্তৃক রুকালহু বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে এবং এর ব্যয় ধরা হয়েছে ৩৫০ মিলিয়ন ডলার। এটি চিলির অন্যতম প্রধান নদী বায়োবিওর পাশে নির্মিত হচ্ছে। আদিবাসীরা এর বিরোধিতা করছে। তারা বলেছেন এটি পরিবেশের ক্ষতি করবে।


পুলিশ প্রধান রেঞ্জো মিকোনো বলেন, কর্মস্থলে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, বন্দুকধারী হামলাকারীরা এসে তাদের হুমকি দেয়। এরপর বন্দুকধারী হামলাকারীরা ঘটনাস্থলে থাকা সমস্ত যন্ত্রপাতি পুড়িয়ে দেয়। তিনি বলেন, হামলাকারীরা ৪৫টি ট্রাক এবং পাঁচটি ভারি মাটি কাটার যন্ত্র পুড়িয়ে দিয়েছে। সান্তিয়াগো থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই স্থানে হামলায় দুইজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। 


নিরাপত্তামন্ত্রী লুইস কর্ডেরো স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আক্রমণটি কোথায় এবং কীভাবে করা হয় তা বিবেচনা করে এটি ‘সন্ত্রাসী প্রকৃতির’ হামলা। রুকালহু এনার্জিয়া স্পা জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।


সূত্র: এএফপি


এসজেড