অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন একসময়ের সারা-জাগানো জনপ্রিয় অভিনেত্রী ববিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে নিজেই একথা জানিয়েছেন সত্তরের দশকের নন্দিত এই নায়িকা।
হাতে স্যালাইন লাগানো একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এবার দেশে এসে বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।
১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে ববিতার। এর পর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। কিংবদন্তি এই অভিনেত্রী তার ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করে পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার।
thebgbd.com/NA