ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপ মিশনে রাতে ঢাকা ছাড়বে টাইগাররা

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ বুধবার রাতে ঢাকা ছাড়বে টাইগাররা।
  • | ১৫ মে, ২০২৪
বিশ্বকাপ মিশনে রাতে ঢাকা ছাড়বে টাইগাররা ফাইল ছবি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ বুধবার রাতে ঢাকা ছাড়বে টাইগাররা।এরইমধ্যে বিশ্বকাপ খেলতে সবার আগে যুক্তরাষ্ট্র পৌঁছে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে বাংলাদেশ। 


বিসিবি জানিয়েছে, বুধবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে শেষবারের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন ক্রিকেটাররা। পরে দুপুর ১টায় হবে আনুষ্ঠানিক ফটোসেশন। এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


এর আগে, গতকাল মঙ্গলবার টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। এছাড়া প্রতীক্ষিত প্রায় সবাই আছেন সেই দলে।


যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এবারের টি২০ বিশ্বকাপ শুরু হবে ১ জুন। তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।