ঢাকা | বঙ্গাব্দ

পোপের মৃত্যুর পর ঐতিহ্যবাহী রীতি

পোপের মৃত্যু ক্যাথলিক গির্জার একটি শতাব্দী প্রাচীন প্রক্রিয়ার সূচনা করেছে, যার মাধ্যমে একজন নতুন পোপ নির্বাচিত হবেন।
  • অনলাইন ডেস্ক | ২১ এপ্রিল, ২০২৫
পোপের মৃত্যুর পর ঐতিহ্যবাহী রীতি পোপ ফ্রান্সিস

সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু ক্যাথলিক গির্জার একটি শতাব্দী প্রাচীন প্রক্রিয়ার সূচনা করেছে, যার মাধ্যমে একজন নতুন পোপ নির্বাচিত হবেন—তবে কিছু আধুনিক পরিবর্তনও থাকবে সঙ্গে। নিচে সেই ঐতিহাসিক প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরা হলো-


সেদে ভাকান্তে


পোপের মৃত্যুতে গির্জা সেদে ভাকান্তে’ বা ‘শূন্য আসন’ হিসেবে পরিচিত এক বিশেষ সময়ে প্রবেশ করে। এ সময় একজন সিনিয়র কার্ডিনাল গির্জার দৈনন্দিন কাজকর্ম সামলান, যিনি ক্যামেরলেনগো বা ‘চেম্বারলেইন’ নামে পরিচিত। এই পদে বর্তমানে রয়েছেন আইরিশ-আমেরিকান কার্ডিনাল কেভিন ফ্যারেল। তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিস কর্তৃক নিযুক্ত হন।


শুধু ক্যামেরলেনগো ছাড়া গির্জার সব শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। ঐতিহ্য অনুযায়ী, তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পোপের মৃত্যু নিশ্চিত করা। একসময় বিশেষ রূপালি হাতুড়ি দিয়ে পোপের কপালে তিনবার আঘাত করে এবং তার জন্মনাম উচ্চারণের মাধ্যমে এটি করা হতো।


তিনি একমাত্র পোপের জন্য তৈরি ‘ফিশারম্যান’স রিং’ নামের স্বর্ণের সিলমোহরটি ধ্বংস করেন। এটি আগে নথিপত্র সিল করার কাজে ব্যবহৃত হতো। আজকাল এই ধ্বংসের কাজ কেবল প্রতীকী—একজন পোপের কাল অবসানের চিহ্ন।


সরল অন্ত্যেষ্টিক্রিয়া


বিশ্বজুড়ে থাকা কার্ডিনালরা ‘জেনারেল কংগ্রিগেশন’ নামে একাধিক বৈঠকে মিলিত হন। তারা পোপের দাফনের তারিখ নির্ধারণ করেন—যা সাধারণত মৃত্যু পরবর্তী চতুর্থ থেকে ষষ্ঠ দিনের মধ্যে হয়ে থাকে—এবং ‘নোভেন্দিয়ালে’ নামে নয় দিনের শোকানুষ্ঠানের আয়োজন করেন। পোপ ফ্রান্সিস তার পূর্বসূরিদের মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নয়, রোমের সান্তা মারিয়া মায়োরে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাকে সমাহিত করা হবে একক কাঠ ও দস্তার কফিনে—যা প্রচলিত তিনটি কফিন (সাইপ্রাস, সিসা ও এলম কাঠের) ব্যবহারের রীতি থেকে ভিন্ন।


গির্জার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই পরিবর্তন পোপ ফ্রান্সিসের ‘বিশ্বের শক্তিধর ব্যক্তি’ না হয়ে ‘খ্রিস্টের একজন গরিব শিষ্য ও পালক’ হিসেবে পোপের ভূমিকার প্রতিফলন। নতুন নিয়মে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য ফ্রান্সিসের কফিন খোলা থাকবে এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এতে করে অতীতের মতো কুশনে ভর দিয়ে উপবিষ্ট অবস্থায় পোপের মরদেহ প্রদর্শনের রীতির অবসান ঘটছে।


কনক্লেভ


জেনারেল কংগ্রিগেশনগুলো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া—যেখানে সম্ভাব্য পোপ প্রার্থীদের (পাপাবিলি) নিয়ে আলোচনা হয়। পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি ‘কনক্লেভ’ আয়োজন করা হয়। এই প্রক্রিয়ায় ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরা নতুন পোপ নির্বাচনের জন্য গোপন ভোটে অংশ নেন। বর্তমানে ১৩৫ জন ‘কার্ডিনাল ইলেক্টর’ রয়েছেন, যাদের মধ্যে ১০৮ জনকেই ফ্রান্সিস নিয়োগ দিয়েছেন। অঞ্চলভিত্তিক বিভাজন নিম্নরূপ-


ইউরোপ: ৫৩, উত্তর আমেরিকা: ২০, আফ্রিকা: ১৮, এশিয়া: ২৩, ওশেনিয়া: ৪, দক্ষিণ আমেরিকা: ১৭।


‘কনক্লেভ’ শব্দটির অর্থ ‘চাবির সঙ্গে’, যা ইঙ্গিত করে যে এই সময় কার্ডিনালরা একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকেন যতক্ষণ না নতুন পোপ নির্বাচন হয়। সব কনক্লেভ অনুষ্ঠিত হয় সিস্টাইন চ্যাপেলে—যেটি মাইকেল এঞ্জেলোর বিখ্যাত ফ্রেস্কো চিত্রে সজ্জিত রেনেসাঁ যুগের এক অপূর্ব নিদর্শন।


প্রতিদিন সকালে ও বিকেলে দু’টি করে ভোট অনুষ্ঠিত হয়, যতক্ষণ না একজন প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিটি ভোটের শেষে চ্যাপেলের পাশের চুল্লিতে ব্যালটপত্র পোড়ানো হয়—যেখান থেকে নির্গত ধোঁয়ার রঙ দিয়ে নির্বাচনের ফল জানানো হয়। কালো ধোঁয়া মানে নির্বাচন হননি, সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। সাদা ধোঁয়ার সঙ্গে সঙ্গে বেজে ওঠে সেন্ট পিটার্সের ঘণ্টাধ্বনি।


হাবেমুস পাপাম!


নতুন পোপ নির্বাচিত হওয়ার পর তাকে সিস্টাইন চ্যাপেলের পাশে একটি ক্ষুদ্র কামরায় বা ‘অশ্রুকক্ষে’ নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে একান্তে কিছু সময় কাটান। তারপর কার্ডিনাল কলেজের ডিন—বর্তমানে কার্ডিনাল জিওভান্নি বাত্তিস্ত রে—নবনির্বাচিত পোপকে জিজ্ঞেস করেন, তিনি নির্বাচন গ্রহণ করছেন কি না এবং তিনি কোন নামটি গ্রহণ করবেন।


নতুন নাম গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি হন রোমের বিশপ ও পোপ। তাকে তার মাপ অনুযায়ী প্রস্তুত রাখা তিনটি পোশাকের একটি পরানো হয়, এবং কার্ডিনালরা একে একে তাকে শ্রদ্ধা জানান। পরবর্তীতে তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় এসে জনসমক্ষে উপস্থিত হন। কার্ডিনাল ডিকনদের জ্যেষ্ঠ সদস্য—বর্তমানে রেনাতো রাফায়েল মার্তিনো—তখন উচ্চারণ করেন ঐতিহাসিক বাক্য: হাবেমুস পাপাম! র্আথাৎ- ‘আমাদের পোপ হয়েছেন!’


সূত্র: রয়টার্স


এসজেড