সারাদেশে বন্যার্তদের সহযোগিতায় দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কার্যক্রমে অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এতে মুড়ি, চিড়া, স্যালাইনসহ অন্যান্য খাদ্যপণ্য রয়েছে। খাবার দিচ্ছে সাধারণ মানুষ। কেউ কেউ নগদ অর্থ দিয়েও সহায়তা করছেন।
সমন্বয়করা জানান, বুধবার রাত থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ২৯ লাখ ৭৬ হাজার টাকা জমা হয়েছে। এছাড়াও শুকনো খাবার পরিবার প্রতি প্যাকেট আলাদা করা হয়েছে। ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকায় পৌঁছেছে প্রতিনিধি দল। জনসাধারণের দেওয়া এসব সহায়তা বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।