বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যখন কেউ বিয়ে করে সে দ্বীনের অর্ধেক পূরণ করে, বাকি অর্ধেক সে যেন আল্লাহকে ভয় করে। চরিত্র সংরক্ষিত রাখার জন্য বিয়ে অনন্য ব্যবস্থা।
ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) আয়োজিত পিতৃহীন ও আর্থিকভাবে অসচ্ছল বর ও কনের গণবিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ বিয়ের আয়োজন হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, বিবাহ একটি পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমে নতুন পরিবার গড়ে ওঠে এবং মানব বংশধারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করে। পৃথিবীতে যত নবী-রসুল এসেছেন দুই-একজন ছাড়া সবাই বিবাহ করেছেন। এটি মানুষের ঈমান ও আমলকে সুসংহত করে।
ওয়ামির ব্যতিক্রমী এই আয়োজনে ৬০ জোড়া নবদম্পতির বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবারগুলো পাত্র চূড়ান্ত করে। প্রতিষ্ঠানটি বিয়ের সামগ্রিক আয়োজনের পাশাপাশি প্রতিটি নবদম্পতিকে অলংকার, সাজসজ্জার উপকরণ, পোশাক, আসবাবপত্র, নিত্যব্যবহার্য সরঞ্জাম উপহার হিসেবে দেয়।
গত কয়েক বছর ধরে ওয়ামী বাংলাদেশে কন্যাদায়গ্রস্ত পরিবারের বিবাহযোগ্য এতিম-অসহায় মেয়েদের বিবাহ আয়োজনের দায়িত্ব পালন করে আসছে।
thebgbd.com/NA