ঢাকা | বঙ্গাব্দ

ইস্তাম্বুলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
  • অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল, ২০২৫
ইস্তাম্বুলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত তুরস্কে প্রায়ই ভুমিকম্প আঘাত হানে।

ইস্তাম্বুলের পশ্চিম উপকণ্ঠের কাছে মারমারা সাগরে বুধবার ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্মকর্তারা জানিয়েছে, এই সময় তুরস্কের বৃহত্তম নগরী কেঁপে ওঠে এবং মানুষজন ভয়ে রাস্তায় নেমে আসে। ইস্তাম্বুল থেকে এএফপি এ খবর জানায়।


স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ইস্তাম্বুলের মারমারা সাগরের সিলিভ্রিতে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তিনি আরো বলেন, এসময় আশপাশের প্রদেশগুলোতেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


সূত্র: এএফপি


এসজেড