ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন করতে পারবেন না থিয়াম

থিয়ামের আইনজীবীরা বলেছেন, মামলাটি ‘রাজনৈতিক’ এবং তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার লক্ষ্যে এ মামলা করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল, ২০২৫
নির্বাচন করতে পারবেন না থিয়াম বিরোধীদলীয় নেতা টিডজেন থিয়াম।

আইভরি কোস্টের একটি আদালত মঙ্গলবার প্রধান বিরোধীদলীয় নেতা টিডজেন থিয়ামকে দেশের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। যার ফলে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তার আর প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


আদালত জানিয়েছে, এই মাসে ডেমোক্র্যাটিক পার্টি অফ আইভরি কোস্টের (পিডিসিআই) প্রধান থিয়ামকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তিনি ১৯৮৭ সালে ফরাসি নাগরিকত্ব গ্রহণের ফলে আইভরির জাতীয়তা হারান। সাবেক আন্তর্জাতিক ব্যাংকার থিয়াম এই রায়কে ‘একটি গণতান্ত্রিক তছনছ তৎপরতা’ বলে অভিহিত করেছেন।


পশ্চিম আফ্রিকার দেশটিতে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাবেক প্রেসিডেন্ট লরেন্ট বাগবোসহ আরো তিনজন বিশিষ্ট ব্যক্তিকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। টিডজেন থিয়ামের আইনজীবী অ্যাঞ্জ রদ্রিগ দাদজে বলেছেন, আদালতের রায়ে বলা হয়েছে,‘ফরাসি নাগরিকত্ব গ্রহণের সময় থিয়াম তার আইভোরিয়ান জাতীয়তা হারিয়েছেন। তাই আবেদনকারীদের অনুরোধ মঞ্জুর করেছেন এবং থিয়ামের নাম নির্বাচনী তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত’।


থিয়ামের আইনজীবীরা বলেছেন, মামলাটি ‘রাজনৈতিক’ এবং তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার লক্ষ্যে এ মামলা করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না বলে জানান আইনজীবীরা। থিয়ামের জাতীয়তা নিয়ে প্রশ্ন কয়েক মাস ধরে তার প্রচারণায় জর্জরিত। আইভরি কোস্টে জন্মগ্রহণকারী থিয়াম ১৯৮৭ সালে ফরাসি নাগরিকত্ব অর্জন করেন। কিন্তু নির্বাচনে দাঁড়ানোর জন্য মার্চ মাসে তা ত্যাগ করেন। কারণ, প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে না।


বিরোধীরা ১৯৬০-এর দশকের দেশটির জাতীয়তা কোডের ৪৮ নম্বর অনুচ্ছেদের উপর ভিত্তি করে পদক্ষেপ নিয়েছে। যেখানে বলা হয়েছে যে অন্য জাতীয়তা অর্জনের অর্থ আইভোরিয়ান নাগরিকত্ব হারানো। থিয়ামের বিরুদ্বে মামলা দায়েরকারী বার্নার্ড এন'জি কোকোরা বলেন, ‘একজন নাগরিক হিসেবে আইন সমুন্নত রাখা আমার কর্তব্য ছিল এবং আমি মনে করি আদালত এই সিদ্ধান্ত নিয়েছে’। জন্মসূত্রে দ্বৈত নাগরিকত্বপ্রাপ্তদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।


থিয়ামের আইনজীবীরা আদালতে এমন নথি সরবরাহ করে বলেন তাদের মক্কেলও তার বাবার মাধ্যমে জন্মসূত্রে ফরাসি ছিলেন, তবে এর ফলে রায়ের ওপর কোনও প্রভাব পড়েনি। অন্যান্য প্রেসিডেন্ট প্রার্থীদেরও নির্বাচনের দৌড় থেকে বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ২০০০ সাল থেকে ২০১১ সালে গ্রেপ্তার হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট বাগবো, তার সাবেক ডান হাত চার্লস ব্লে গৌড এবং নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী এবং বিদ্রোহী নেতা গুইলাম সোরো। 


সূত্র: এএফপি


এসজেড