একজন জনপ্রিয় মেক্সিকান ইনফ্লুয়েন্সার, ডেনিস রেয়েস, আকর্ষণীয় শরীর গঠনের লক্ষ্যে ওজন কমানোর সিদ্ধান্ত নেন। তবে, এই প্রক্রিয়া তার জন্য মর্মান্তিক পরিণতি বয়ে আনে। মাত্র ২৭ বছর বয়সে অস্ত্রোপচারের জটিলতায় তার মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদনে জানা গেছে, রেয়েস মেক্সিকোর চিয়াপাসে একটি অননুমোদিত ক্লিনিকে লাইপোসাকশন করান। সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে তিনি এমন একটি কসমেটিক সার্জারি বেছে নেন, যা পরবর্তী সময়ে তার জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
নিউইয়র্ক পোস্ট জানায়, গত ২৬ জানুয়ারি তিনি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিক্যাল ক্লিনিকে অস্ত্রোপচারের জন্য ভর্তি হন। চিকিৎসক অরল্যান্ডো গাম্বোয়ার তত্ত্বাবধানে তাকে ওষুধ দেওয়া হয়, যা অস্ত্রোপচারের অংশ হিসেবে ব্যবহৃত হয়। অপারেশনের পর রেয়েস তার অনুগামীদের আপডেট দেন, জানিয়ে রাখেন যে তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে, হঠাৎ করেই ওষুধের প্রতিক্রিয়ায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
রেয়েসের আত্মীয় আম্মাও রদ্রিগেজ জানান, তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন এবং পরক্ষণেই হার্ট অ্যাটাক হয়। এ অবস্থায় চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। যেহেতু ওই ক্লিনিকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ছিল না, তাকে দ্রুত মানজুর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ হয়, শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তার।
পরিবারের দাবি, ডেনিস রেয়েসের শরীরে আগে কোনো গুরুতর সমস্যা ছিল না। তারা বিশ্বাস করেন, চিকিৎসা ব্যবস্থায় অবহেলা ও গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। রেয়েসের পরিবার ইতোমধ্যে সার্জন ও সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, মৃত্যুর পর তার আট বছরের ছেলে এখন শোকস্তব্ধ পরিবারের কাছে রয়ে গেছে।
thebgbd.com/NA