ঢাকা | বঙ্গাব্দ

রুশ ড্রোন হামলায় নিহত ৯

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মার্গানেতে রাশিয়ার হামলায় নয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল, ২০২৫
রুশ ড্রোন হামলায় নিহত ৯ এই বাসে হামলা হয়।

উক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে শ্রমিক পরিবহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে নয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


গভর্নর সের্গেই লাইসাক টেলিগ্রামে লিখেছেন, ‘দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মার্গানেতে রাশিয়ার হামলায় নয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।’ ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া রাতভর হামলা চালায়। এতে বেশ কয়েকটি অঞ্চলে আগুন লেগে যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আরো জানায়, কিয়েভ, খারকিভ, পোলতাভা ও ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।


এদিকে, রাশিয়ায় বেলগোরোদ অঞ্চলে গোলার আঘাতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে বুধবার ব্রিটেনে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর দূতদের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হওয়ার আগেই এ হামলার ঘটনা ঘটল।


সূত্র: এএফপি


এসজেড