ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে মোদির বিমান

বিমানটি আরব সাগরের ওপর দিয়ে উড়ে গুজরাত থেকে ভারতের আকাশে প্রবেশ করে।
  • অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল, ২০২৫
পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে মোদির বিমান মোদিকে বহনকারি বিমান

ভারত শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর বুধবার সৌদি আরবে সফর সংক্ষিপ্ত এবং তার সম্মানে সৌদি বাদশাহ সালমানের আয়োজিত নৈশভোজে অংশ না নিয়েই দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছে। 


বিপরীতে বিমানটি আরব সাগরের ওপর দিয়ে উড়ে গুজরাত থেকে ভারতের আকাশে প্রবেশ করে। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী দেশটির আকাশসীমা ব্যবহার করেন। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এই কথা জানানো হয়েছে।


পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। হামলার প্রেক্ষিতে মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে ফেরার পথে মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেন। কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে তার বিমান আরব সাগরের ওপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়।


বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা। কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। শুধু তা-ই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধা-সামরিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শাহ। 


সূত্র: এনডিটিভি


এসজেড