ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরাইলের

হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বারবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল, ২০২৫
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরাইলের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ভোরে জানিয়েছে, ইয়েমেন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা সেনাবাহিনী প্রতিহত করেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় ভোর ৪টার কিছুক্ষণ পরে জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা এবং উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সফলভাবে প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে এক বার্তায় বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রটির দিকে একটি ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয় এবং সম্ভবত ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাপ্রাপ্ত হয়েছে।’


২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বারবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে। হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনের একটি অংশ নিয়ন্ত্রণ করে এবং রাজধানী সানাসহ দেশের অভ্যন্তরে বেশ কয়েকবার ইসরায়েল হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।


বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। যেগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ। গত এক মাস মার্কিন সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। তারা বলছে, লোহিত সাগর এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হামলা বন্ধ করার জন্য তারা হুথি ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড