যুক্তরাষ্ট্র সফর ও বিশ্বকাপকে সামনে রেখে বুধবার (১৫ মে) মধ্যরাতে দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। ক্রিকেটারদের বহন করা ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১টা ৪০ মিনিটে ছেড়ে যায়।
টেক্সাসের হিউস্টনে ২১ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজ শেষে টাইগারদের মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ফরম্যাটের বিশ্বকাপে প্রথম বারের মতো খেলবেন তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও তানজিম সাকিব।
বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তামিমের। ৫ ম্যাচের সিরিজে তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক। ১২৩.০৮ স্ট্রাইকরেটে তিনি করেন ১৬০ রান। এ ক্রিকেটার বিশ্বকাপের বিমানে উঠে দোয়া চেয়েছেন। সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে তানজিদ লেখেন, ‘ভালো কিছু হবে বলে আশা করছি। আমাদের দলকে প্রার্থনায় রাখুন।’
১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে টাইগারদের অন্য সঙ্গীরা- নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।