খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে। দুদকের পক্ষে উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান আদালতে এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ চারজন ব্যক্তি তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে স্থানান্তর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় তদন্ত ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায় বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
thebgbd.com/NA