ঢাকা | বঙ্গাব্দ

পোপের মৃত্যুতে নেতানিয়াহুর শোক

সোমবার পোপের মৃত্যুর ঘোষণা আসার পর নেতানিয়াহুর পক্ষ থেকে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।
  • অনলাইন ডেস্ক | ২৫ এপ্রিল, ২০২৫
পোপের মৃত্যুতে নেতানিয়াহুর শোক পোপ ও নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জেরুজালেম থেকে এএফপি জানায়, নেতানিয়াহুর কার্যালয় বৃহস্পতিবার গভীর রাতে এক্স-এ দেওয়া বার্তায় লিখেছে, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক চার্চ ও বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েল রাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’


সোমবার পোপের মৃত্যুর ঘোষণা আসার পর নেতানিয়াহুর পক্ষ থেকে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজোগ, যার ভূমিকা মূলত আনুষ্ঠানিক, বিশ্বের প্রথম কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে ছিলেন যিনি পোপের মৃত্যুতে প্রতিক্রিয়া জানান। তিনি পোপকে ‘গভীর বিশ্বাস ও অসীম সহমর্মিতার মানুষ’ বলে অভিহিত করেন।


এএফপিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে , ভ্যাটিকানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়ারন সিডেমান পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশটির প্রতিনিধিত্ব করবেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ইসরাইলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বেশ নীরবই থেকে গেছে।


২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হলে পোপ ফ্রান্সিস ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়ে। পোপ গাজায় সেনা অভিযান চলাকালে ইসরায়েলের ভূমিকারও কঠোর সমালোচনা করেন। একপর্যায়ে তিনি তা ‘নির্মমতা’ হিসেবে উল্লেখ করেন।


সূত্র: এএফপি


এসজেড