ঢাকা | বঙ্গাব্দ

সম্মতি ছাড়া তথ্য স্থানান্তর

চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক এর ‘আর১’ চ্যাটবট প্রযুক্তি বিশ্বের বাজারে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
  • অনলাইন ডেস্ক | ২৫ এপ্রিল, ২০২৫
সম্মতি ছাড়া তথ্য স্থানান্তর চীনা এআই ডিপসিক

দক্ষিণ কোরিয়ার তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ডিপসিক ব্যবহারকারীদের সম্মতি ছাড়া তাদের ব্যক্তিগত তথ্য একটি ক্লাউড সেবা প্ল্যাটফর্মে স্থানান্তর করেছে। সিউল থেকে এএফপি জানায়, পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন (পিআইপিসি) জানায়, এসব তথ্যের মধ্যে ছিল ডিভাইস, নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রম্পটে ব্যবহারকারীর ইনপুট, যা ভলকানো ইঞ্জিন নামক বেইজিং-ভিত্তিক একটি প্ল্যাটফর্মের সার্ভারে পাঠানো হয়।


চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক এর ‘আর১’ চ্যাটবট প্রযুক্তি বিশ্বের বাজারে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ এটি অনেক কম খরচে পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের সমপর্যায়ের কার্যক্ষমতা দেখাতে সক্ষম হয়। তবে দক্ষিণ কোরিয়া, ইতালি, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু রাজ্য ডিপসিক-এর তথ্য সংরক্ষণ পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করেছে।


পিআইপিসি ফেব্রুয়ারিতে তদন্ত শুরু করে এবং জানায়, ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রক্রিয়া পর্যালোচনা না হওয়া পর্যন্ত ডিপসিক আর ডাউনলোড করা যাবে না। কমিশনের কর্মকর্তা নাম সিওক সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ডিপসিক চীন এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত কোম্পানিগুলোর কাছে ব্যবহারকারীর সম্মতি ছাড়া এবং গোপনীয়তা নীতিতে তা না জানিয়ে ব্যক্তিগত তথ্য স্থানান্তর করে।’


তিনি আরও বলেন, ‘বিশেষ করে নিশ্চিত হওয়া গেছে যে, ডিপসিক কেবল ডিভাইস, নেটওয়ার্ক এবং অ্যাপ সম্পর্কিত তথ্যই নয়, বরং ব্যবহারকারীর ইনপুটও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রম্পট আকারে ভলকানো ইঞ্জিন-এ স্থানান্তর করেছে।’ তদন্তের পর ডিপসিক স্বীকার করেছে যে তারা কোরিয়ার তথ্য সুরক্ষা আইনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেনি, কমিশনের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে এবং স্বেচ্ছায় স্থানীয় অ্যাপ মার্কেট থেকে নতুন ডাউনলোড স্থগিত করেছে বলে জানান নাম সিওক।


ডিপসিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি। আগে তারা বলেছিল, তথ্য ‘চীনের পিপলস রিপাবলিক’-এ অবস্থিত নিরাপদ সার্ভারে সংরক্ষিত। কোম্পানিটি দাবি করেছে, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অপেক্ষাকৃত সাধারণ চিপ ব্যবহার করেই তারা অ্যাপটি তৈরি করেছে, যার ফলে খরচ অনেক কম হয়েছে। অ্যাপটি উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই কোটি কোটি বার ডাউনলোড হয়।


ভলকানো ইঞ্জিন চীনের বেইজিং-ভিত্তিক একটি ক্লাউড পরিষেবা প্ল্যাটফর্ম, যা টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটডান্স-এর মালিকানাধীন। তথ্য স্থানান্তরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, নাম সিওক বলেন, ডিপসিক জানিয়েছে এটি মূলত নিরাপত্তা দুর্বলতা দূর করা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার উদ্দেশ্যে করা হয়।


সূত্র: এএফপি


এসজেড