ঢাকা | বঙ্গাব্দ

বিরতির পর আবারও দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে রাজারহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি রেকর্ড করা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই, ২০২৫
বিরতির পর আবারও দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ফাইল ছবি

কয়েকদিনের বিরতির পর আবারও বাড়তে চলেছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (১৩ জুলাই) থেকে বৃষ্টি বাড়বে এবং সোমবার (১৪ জুলাই) সারাদেশেই বৃষ্টি হতে পারে।


শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও।


এ প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।


শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে রাজারহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি রেকর্ড করা হয়। অন্যদিকে, খুলনার কয়রায় সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


thebgbd.com/NIT