ঢাকা | বঙ্গাব্দ

পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

দাবি আদায়ের অংশ হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০২৫
পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ছবি : সংগৃহীত।

দাবি আদায়ের অংশ হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তাদের নতুন পদক্ষেপে রয়েছে সব পরীক্ষা এবং ফরম পূরণ বর্জন, পাশাপাশি কুমিল্লায় হামলার বিচার না হওয়া পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘোষণা।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত প্রতিনিধি সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়।


পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি দীর্ঘদিন ধরে তুলে ধরলেও গত ১৬ এপ্রিল থেকে তারা জোরালো আন্দোলন শুরু করে। কয়েকদিনের আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে দাবির রূপরেখা প্রণয়নের জন্য, যার ফলে শিক্ষার্থীরা গত মঙ্গলবার আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান। তিনি বলেন, "আমাদের মহাপরিচালক প্রথমে ছয় দফা দাবির যৌক্তিকতা মেনে নেওয়ার কথা বললেও পরে কিছু দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন। এ ধরনের বক্তব্য আমাদের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, তাই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।"



thebgbd.com/NA