ঢাকা | বঙ্গাব্দ

টেস্টে ১০ হাজারের ক্লাবে স্মিথ

রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ’র পর অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রান স্পর্শ করলেন এই ব্যাটার।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৫
টেস্টে ১০ হাজারের ক্লাবে স্মিথ টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন স্টিভ স্মিথ।

টেস্ট ক্রিকেটে ১০ হাজারের এলিট ক্লাবে নাম লেখালেন স্টিভ স্মিথ। রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ’র পর অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রান স্পর্শ করলেন এই ব্যাটার। তবে এক দিক থেকে পন্টিংদের ছাড়িয়ে গেছেন স্মিথ। মাত্র ২০৫ ইনিংসেই দশ হাজার রান করেছেন তিনি, ইনিংসের হিসেবে যা অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম।


‘৮ হাজার ৩৫৮ কিলোমিটার পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় এসেছি স্মিথের ১ রান উদযাপন করতে।’ গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এক দর্শকের লেখা এই ব্যানারটি সজর এড়ায়নি কারও। তবে সেই দর্শকের আশা পূরণ করেছেন স্মিথ। উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম বলটা মিড অনে ঠেলে দিয়ে ১ রান নেন তিনি। আর তাতেই ১০ হাজার রানের মালিক হয়ে যান স্মিথ। অস্ট্রেলিয়ার চতুর্থ ও বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।


চলতি মাসের শুরুতেই এই মাইলফলকটা ছুঁতে পারতেন এই অজি তারকা। ভারতের বিপক্ষে সিডনি টেস্টেই হয়তো  ১০ হাজার রান স্পর্শ করতে পারতেন তিনি। প্রথম ইনিংসে ৩৩ রান করে আউট হয়ে যান তিনি। তখন এই মাইলফলক থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন এই ক্রিকেটার। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হলে ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 

 

শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেও ৯হাজার ৯৯৯ রান করে আউট হয়েছিলেন। আর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই মাইলফলক থেকে মাত্র ১ রান দূরে থেকে আউট হয়েছিলেন স্মিথ। 

 

তবে এ জন্যই বোধহয় সিডনিতে এই মাইলফলকটা স্পর্শ করা হয়নি স্মিথের। কারণ সেদিন যদি দশ হাজার রান করে ফেলতেন, তাহলে আজ শ্রীলঙ্কার মাঠে অধিনায়ক হিসেবে এই মাইলফলকটা স্পর্শ করতে পারতেন না তিনি। গলের মাঠে আজ অধিনায়ক হিসেবেই এই আনন্দ উদযাপন করেছেন স্মিথ। 

 

এর আগে অস্ট্রেলিয়ার তিন জন ব্যাটার কীর্তি গড়েছেন। অ্যালান বোর্ডার, রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ এই তিনজনই ১০ হাজার রান ছোঁয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। আর স্মিথও আজ অধিনায়ক হিসেবেই এই কীর্তি গড়লেন।


thebgbd.com/NIT